সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

দূর্ঘটনা কবলিত মিনি বাস

চট্টগ্রাম: সীতাকুণ্ডে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় ২ জন অজ্ঞাত ব্যক্তি নিহত ও আহত হয়েছে ২ জন।

শনিবার (১৫ জুন) সকালে উপজেলার ছোট কুমিরা, পাক্কা রাস্তার মাথা এবং বাড়বকুণ্ড বাজারে পৃথক এসব সড়ক দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা বাইপাস এলাকায় মিনি বাস চাপায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়। সকাল ৯ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করে কুমিরা ফায়ার সার্ভিস।

কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম সীতাকুণ্ড রোডে চলাচলকারী ৮নং মিনি বাস ছোট কুমিরা বাইপাস এলাকায় ঢাকামূখী সড়কে দাড়িঁয়ে যাত্রী নামানোর সময় একইমুখী আরেকটি বাস দাঁড়িয়ে থাকা মিনি বাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মহাসড়কের পাশে পড়ে মিনি বাসের যাত্রী বাস চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহাবুবের কাছে হস্তান্তর করেন।

অপরদিকে সকাল সাড়ে ১০ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাক্কা রাস্তার মাথা এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখি একটি দ্রুতগামী বাস চাপায় অজ্ঞাত (৩৮) এক পথচারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত পথচারীকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় কাভার্টভ্যানের সাথে আরেকটি গাড়ির সংঘর্ষে দুইজন আহত হয়। কুমিরা ও বাড়বকুণ্ড এলাকায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে সীতাকুন্ড থানার এস আই মাহবুব।