ট্রাভেল ফটো কনটেস্ট ২০১৯ এ বিশ্ব ইজতেমার দৃশ্যপট

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দৃশ্যপট ফুটে উঠেছে ফটোগ্রাফার সন্দীপানি চট্টোপাধ্যায়ের তোলা ছবিতে। ন্যাশনাল জিওগ্রাফির ‘ট্রাভেল ফটো কনটেস্ট ২০১৯’র শহর ক্যাটাগরিতে তৃতীয় স্থান লাভ করেছে এই ছবিটি।

ছবিটি নিয়ে ফটোগ্রাফার সন্দীপানি চট্টোপাধ্যায় বলেন, বাংলাদেশের ঢাকায় ইজতেমার সময় মানুষ রাস্তায় নামাজ পড়ে। বিশ্ব ইজতেমা হচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় জমায়েতগুলোর একটি। এটি প্রতি বছর ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখ লাখ মুসলিম।

তিনি আরো বলেন, এত বিশাল সংখ্যক মানুষের সংকুলান হয় না প্রার্থনার জন্য নির্মিত আর কোনো স্থাপনায়। তাই লোকজনকে ঢাকার মূল সড়কেই নামাজ পড়তে হয়। সড়কের সকল পরিবহন ব্যবস্থা ও পথচারী পারাপার এ সময় বন্ধ রাখা হয়।