কর্তৃত্ববাদী শাসনের অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ : নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন,এবারের উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে আশঙ্কার দিক হচ্ছে ভোটারদের নির্বাচন বিমুখতা। নির্বাচন বিমুখতা জাতীকে গভীর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কর্তৃত্ববাদী শাসনের অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ। এ অবস্থা কখনো কাম্য হতে পারেনা।

মঙ্গলবার (১৮ জুন) অনুষ্ঠিত হয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম অর্থাৎ শেষ ধাপের ভোট। উপজেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ জুন) প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথাগুলো বলেন।

নির্বাচন কমিশনার উপজেলা ও জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করলে তার উত্তর পেয়ে যাবেন। বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করায় এবারের উপজেলা পরিষদ নির্বাচন ছিলো একতরফা। একতরফা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের কোনো অভিব্যক্তি প্রতিফলিত হয়না বলে এর কোনো ঔজ্জ্বল্য থাকেনা। নির্বাচনে সবদলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরীতে উপযুক্ত পরিবেশ অপরিহারয। কিন্তু আমরা ক্রমাগত একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি যা গণতন্ত্রের জন্য অনভিপ্রেত।

শেয়ার করুন