বিশ্ব পরিবেশ দিবসে শিবপুরে গাছের চারা উপহার

.

“বায়ু দূষণ রোধ করি” এ প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর শিবপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন কবীর। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ খোকন ভূইয়াসহ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন কবীর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বেশি করে গাছ লাগাতে হবে। আমাদের এই শস্য-শ্যামলা দেশটিকে আরও সবুজ করার জন্য প্রত্যেকে একটি করে গাছ লাগাতে হবে।

এসময় অংশগ্রহণকারী সবাইকে গাছ একটি করে ফুল, ফল ও ওষুধি গাছের চারা উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন কবীর।