জিল্লুর মুক্তির দাবিতে গর্জনিয়ায় মানববন্ধন

জিল্লুর মুক্তির দাবিতে গর্জনিয়ায় মানববন্ধন

কক্সবাজার: রামুর গর্জনিয়া ইউনিয়নের কারান্তরীণ সমাজসেবক মুহিবুল্লাহ চৌধুরী ওরফে জিল্লু চৌধুরীর মুক্তির দাবিতে শুক্রবার (২১ জুন) ঘন্টাব্যাপী ঐতিহাসিক সম্রাট শাহসূজা সড়কের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গর্জনিয়ার জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচীতে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইউছুফ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নবিউল আলম, ব্যবসায়ী কামাল উদ্দিন, হাছন আলী, কৃষিবিদ নুরুল ইসলাম, যুব নেতা জয়নাল আবেদীন, শাহ আলম, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, মনির আহমদ, ফেরদৌস আহমদ, জসিম উদ্দিন হেলালী, আবুল মনসুর, আবু বক্কর, জিয়াউদ্দিন সোহেল প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সমাজ সেবক জিল্লু চৌধুরী ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলায় কক্সবাজার জেলা কারাগারে কারান্তরীণ। তাকে গত ৩০ মে গর্জনিয়া বাজার থেকে পুলিশ আটক করে। এ কারণে এলাকায় তার শূণ্যতা বিরাজ করছে।

মানববন্ধন কর্মসূচীতে অবিলম্বে তার (জিল্লুর) মুক্তি দাবি করা হয়।