মোনা লিসার মুখের অভিব্যক্তি উদঘাটন!
ছবির ওই নারী হাসছেন

প্যারিসের ল্যুভ জাদুঘরে লিওনার্দো দা ভিঞ্চির আকাঁ মোনা লিসা

ইতালির চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনা লিসা চিত্রকর্মটি নিয়ে নানা জনের নানা মত। দ্বিধা-দ্বন্দ্বের শেষ নেই। কেউ বলেন, মোনা লিসাকে হাসতে দেখা যাচ্ছে, আবার কেউ বলেন, দুঃখভারাক্রান্ত ছবি ফুটে উঠেছে তার মুখে। এই চলছে শত শত বছর ধরে। সাধারণের তো বটেই, বড় বড় শিল্পবোদ্ধারাও মোনা লিসার মুখের অভিব্যক্তি উদঘাটনে সময় ব্যয় করছেন!

এবার মনে হয় সেই রহস্য উদঘাটন হল! বিজ্ঞানীরা ব্যাখা করেছেন মোনা লিসার মুখের অভিব্যক্তি। দা ভিঞ্চির আঁকা ছবিটি দেখে প্রায় ৯৭ শতাংশ বলেছেন, ছবির ওই নারী হাসছেন।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, চেহারার অভিব্যক্তি বুঝতে আমাদের মস্তিষ্ক যে বিষয়গুলো অবচেতনভাবেই কাজে লাগায় সেগুলোর সূত্র ধরে এগিয়েছেন গবেষকরা। তারা প্রথমে ষোড়শ শতাব্দীর ছবিটির সাদাকালো একটি কপি সূক্ষ্মভাবে সম্পাদনা করে মুখের ভাজগুলো একটু এদিক সেদিক করে এমন চারটি ছবি তৈরি করেন যাতে তাকে মূল ছবির চেয়ে বেশি হাসিখুশি লাগে। সেই সাথে আরও চারটি ছবি তৈরি করা হয় যেখানে তাকে তুলনামূলক দুঃখী বলে মনে হয়।

তারপর মূল ছবির একটি কপি ও সম্পাদনা করা আটটি ছবি নিয়ে একটি ব্লক সাজানো হয়। গবেষণায় অংশ নেওয়া ১২ জনকে এই ছবির ব্লকটি ৩০ বার দেখানো হয়। তবে প্রত্যেক বার দেখানোর আগে ছবিগুলোর বিন্যাস বদলে দেওয়া হয়। প্রত্যেকবার ছবি দেখানোর সময় তাদের জিজ্ঞাসা করা হয় কোন ছবিটিতে মোনা লিসাকে হাসতে আর কোন ছবিতে মুখ ভার করে থাকতে দেখা যাচ্ছে।

শুক্রবার (১০ মার্চ) এ গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়। গবেষক দলের অন্যতম স্নায়ুবিজ্ঞানী জার্মানির ফেরিবার্গ বিশ্ববিদ্যালয়ের জারজেন কর্নমেয়ার এএফপিকে বলেন, ‘আমরা ভেবেছিলাম ৯টি ছবির মধ্যে আসল ছবিটির কপি দেখে তারা হয়ত বিভ্রান্তিতে পড়তে পারেন। তবে আমরা অবাক হয়ে দেখলাম দা ভিঞ্চির আঁকা ছবিটি দেখে প্রায় ৯৭ শতাংশ বলেছেন, ছবির ওই নারী হাসছেন।’

গবেষণার পরের দফায় আসল মোনা লিসার সঙ্গে আটটি ‘দুঃখী মোনালিসা’ দেখানো হয়। এবারের সম্পাদনা করা ছবিগুলোতে তাকে আগের বারের চেয়েও বেশি দুঃখী করে দেখানো হয়। কিন্তু এবারও আসল ছবির নারীকে হস্যোজ্জ্বল দেখাচ্ছে বলে মন্তব্য করেন গবেষণা অংশগ্রহণকারীরা।

গবেষণাটির ফল শুধু মোনা লিসার মুখের অভিব্যক্তি উদঘাটন নয়, মানসিক রোগ বুঝতেও কাজে দিতে পারে বলে মনে করছেন গবেষকরা। সূত্র: হিন্দুস্থান টাইমস

শেয়ার করুন