প্রাণের এমডি আহসান চৌধুরীকে গ্রেফতারে পরোয়ানা

প্রাণের ব্যবস্থাপনা পরিচালক আহসান চৌধুরী। ফাইল ছবি

নিম্নমানের খাদ্যপণ্য উৎদাপন ও বিপনন করার অভিযোগে দায়ের করা মামলায় প্রাণের ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

রোববার (২৩ জুন) দুপুরে ঢাকা সিটি কর্পোরেশনের এ আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম মেহেদী পাভেল সুইট এ পরোয়ানা জারি করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : ভারতে বিটিভি দেখা যাবে জুলাই থেকে : তথ্যমন্ত্রী

এর আগে প্রাণের ঘি, লাচ্ছা সেমাই, হলুদগুড়াসহ নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই ধার্য করা হয়।

এদিকে মামলার আজকের শুনানির সময় এমডি আহসান খান উপস্থিত ছিলেন না। তার আইনজীবীরা জানান, তিনি অসুস্থ, তাই আদালতে হাজির হতে পারেননি। আইনজীবীদের এমন বক্তব্য আমলে নেননি আদালত।

শেয়ার করুন