বাজেট পাস হওয়ার আগেই অস্থির নিত্যপণ্যের বাজার

 আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার আগে থেকেই অস্থির নিত্যপণ্যের বাজার। বাজেটে কিছু কিছু পণ্যের দাম কমতে পারে আবার বাড়তেও পারে। বাজেট পাস হলেই কেবল তা কার্যকর হওয়ার কথা।

কিন্তু নিত্যপণ্যের বাজারে প্রকৃতচিত্র তার বিপরীত। প্রতিটি খাদ্য পণ্যে বেড়েছে প্রস্তাবিত বাজেট অনুযায়ী দাম। সাধারণ মানুষ এতে ক্ষোভ জানালেও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত দাম নিচ্ছেন পণ্য বিক্রেতারা।

নিত্যপণ্যের বাজারের ব্যবসায়ীরা বলছেন, আমাদের বেশি দামদিয়ে পন্য কিনতে হয় তাই নিত্যপণ্যের বাজারে এত অস্থিরতা বিরাজ করছে। স্টক ব্যবসায়ীরা নিত্যপণ্য স্টক করে রেখেছে বাজারে পণ্য ছাড়ছেন না যার কারণে পণ্যের বাজার অস্থির।

কোনো কোনো ব্যবসায়ীরা বলছেন, রোজায় যেভাবে বাজার মনিটরিং ছিল তা এখন অনেক কম। এ সুযোগে তৎপর অসাধু ব্যবসায়ীরা।

তারা আরো বলছেন, সরকার এ সময় বাজেট নিয়ে ব্যস্ত। বাজারের দিকে নজর তেমন একটা নেই। এ সুযোগকে কাজে লাগিয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন এসব সিন্ডিকেটধারী ব্যবসায়ীরা।

তবে মনিটরিং চলছে জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, রোজার মতই সারাদেশে বাজার মনিটরিং চলছে। যেখানে অনিয়ম পাওয়া যাচ্ছে ব্যবস্থা নেয়া হচ্ছে। বাজেট পাস হওয়ার আগেই বাড়তি শুল্ক নেয়ার বিধান নেই বলে জানান তারা।

গত ১৩ জুন হতে সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। পাস হবে আগামী ৩০ জুন। কার্যকর হবে ১ জুলাই থেকে। সে বাজেটে নিত্যপণ্য দ্রব্যের বিভিন্ন জিনিসের উপর শুল্ক ধরা হয়েছে।

জানা গেছে, বাজেট ঘোষণার পর থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, আদা, রসুন, গুঁড়ো দুধ, সিগারেট, আটা, পেয়াজ, মসুর ডাল, ডিম, মসলা ও চিনির দাম। দেশীয় পণ্যের কয়েকটির উপর শুল্ক বাড়ালেও বাড়ানো হয়নি আটা, পেয়াজ, রসুন ও চালের উপর। কিন্তু সিন্ডিকেটধারী ব্যবসায়ীরা এসবগুলোতে তা শুল্ক জুড়ে দেয়া হয়।

ভূক্তভোগী সাধারণ ক্রেতারা বলছেন, বাজেটে অনেক কিছু পরিবর্তন আসতে পারে। কিন্তু তা পাস হওয়ার আগেই এভাবে অনৈতিকভাবে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে।

নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা যায়, শুল্কের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও ৩৩ টাকার আটার দাম রাখা হচ্ছে ৩৫ টাকা, মোটা ৩৫ টাকার চাল নেওয়া হচ্ছে ৩৭ টাকা, ৫৫-৫৭ টাকার সরু চাল নেওয়া হচ্ছে ৬০-৬২ টাকা। ২৪ টাকার পিয়াজের দাম রাখা হচ্ছে ৩০/৩৫টাকা, ৬০ টাকার আদার দাম রাখা হচ্ছে ৮৫/৯০ টাকা।

শেয়ার করুন