ঘর থেকে ডেকে নিয়ে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

.

বান্দরবান : জেলার রোয়াংছড়িতে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী অং সিং চিং মারমাকে (৩৮) বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত অং সিং চিং মারমা একই এলাকার মংপ্রু থুই মারমার ছেলে।

মঙ্গলবার (২৫ জুন) ভোরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের থোয়াইঙ্গ্যাপাড়ায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : ‘বন্দুকযুদ্ধে’ ৩ মানবপাচারকারী নিহত টেকনাফে

স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের থোয়াইঙ্গ্যাপাড়া নিজ বাড়ি থেকে জনসংহতি সমিতির কর্মী অং থু চিং মারমাকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

রোয়াংছড়ি থানার ওসি শরিফুল ইসলাম জানান, ভোররাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা ওই এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অং সিং চিং মারমাকে। পরে কিছু দূর নেয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে জনসংহতি সমিতির নেতারা হত্যাকাণ্ডের জন্য মগ লিবারেশন পার্টিকে দায়ী করেছে।

প্রসঙ্গত বান্দরবানে জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে আধিপাত্যের দ্বন্দ্বে বিগত তিন মাসে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫ জন খুন হয়েছেন।