‘একাধিক ক্যাম্পাসে পাঠদান কর্মসূচি পরিচালনা করলে ভর্তি বন্ধ’

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সঠিকভাবে শিক্ষা কার্যক্রম চালাতে পারবে না তাদের ক্ষেত্রে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় রবিবার (১২ মার্চ) বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির ৫ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে চাই কিন্তু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তাদের নূন্যতম শর্তপূরণ করতে পারেনি। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে না গিয়ে একাধিক ক্যাম্পাসে পাঠদান কর্মসূচি পরিচালনা করছে তাদের ক্ষেত্রে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয়া হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

সমাবর্তনে বক্তা ছিলেন কানাডার রাষ্টদূত বেনওয়া পিয়ের লাঘামে। স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

শেয়ার করুন