হাটহাজারী টিকাদানের মডেল উপজেলা ঘোষণা

বক্তব্য রাখছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

চট্টগ্রাম বিভাগের একশ উপজেলার মধ্যে চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী উপজেলাকে শতভাগ টিকাদানের মডেল হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো ইমতিয়াজ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. ইমংপ্রু চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. মোস্তফা সৈয়দ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ইপিআই বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একটি সফল কর্মসূচী। এটি বিশ্বব্যাপী সমাদৃত। শিশুদের জীবনরক্ষাকারী এ কর্মসূচী অতি জনগুরুত্বপূর্ণ। টিকাদানে হাটহাজারী উপজেলায় শতভাগ সফলতা অর্জন সত্যিই প্রশংসনীয়। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

উল্লেখ্য যে, হাটহাজারী উপজেলার ০-২৪ মাস বয়সী শতভাগ শিশু ইপিআই কর্মসূচীর আওতায়। এ উপজেলার মোট ১৫টি ইউনিয়নে ৩৬১টি টিকাদান কেন্দ্রে ৪৪ জন স্বাস্থ্য সহকারী, ১১ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৪ জন স্বাস্থ্য পরিদর্শক টিকাদান কাজে নিরলস কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন