ঝড়ের কবলে জাহাজ : সাগরে ভেসে গেছে ৪৩ কন্টেইনার

ছবি প্রতীকী

চট্টগ্রাম : বন্দর থেকে ঢাকার পানগাঁও নিয়ে যাওয়ার পথে হাতিয়ার লাল বয়ার কাছে ঝড়ের কবলে পড়ে কন্টেইনারবাহী ছোট জাহাজ থেকে ৪৩টি কনটেইনার সাগরের পানিতে ভেসে গেছে। খবর পেয়ে কন্টেইনারগুলোর অবস্থান শনাক্ত করতে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

রবিবার (৩০ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে করিম শিপিং লাইনসের ‘কেএসএল গ্লাডিয়েটর’ নামের একটি ছোট কনটেইনার জাহাজে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে নিয়ে যাওয়ার সময় হাতিয়ার লাল বয়ার কাছে ৪৩টি কনটেইনার পানিতে পড়ে যায়।

আরো পড়ুন : ই-সিগারেট : স্বাস্থ্যের জন্য আসলেই কি নিরাপদ ?

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেএসএল গ্ল্যাডিয়েটর জাহাজটি ৮৩টি কনটেইনার নিয়ে পানগাঁও যাচ্ছিলো। ভাসানচর এলাকায় জাহাজটি ঝড়ের কবলে পড়ে। এরপর হাতিয়া নতুন চ্যানেলের (চ্যানেল-২) ২ টি বয়া ক্রস করে। লাল বয়ার কাছাকাছি গেলে জাহাজটি বেশি দুলতে থাকে। একপর্যায়ে লেসিং (কনটেইনার আটকানোর লোহা) ছিঁড়ে ৪৩টি কনটেইনার ভেসে যায়।

শেয়ার করুন