সিএমপি কমিশনারের সাথে রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময়

সিএমপি কমিশনারের সাথে রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

চট্টগ্রাম : শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম সভাপতিত্ব করেন।

আরো পড়ুন : চট্টগ্রামের ‘দুঃখ’ চাক্তাই খাল, মহেশখালে আবর্জনার ভাগাড়

সভায় চট্টগ্রামস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নেতৃবৃন্দ এবং তুলসীধাম পরিচালনা পরিষদ, নন্দনকানন, চট্টগ্রামসহ অন্যান্য রথযাত্রা উদযাপন কমিটি-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্যের সাথে পালনে নেত্ববৃন্দ পুলিশের সহায়তা কামনা করেন।

সভায় পুলিশ কমিশনার সর্বাত্মক পুলিশী সহায়তার আশ্বাস প্রদান করেন এবং অনুষ্ঠান চলাকালে চট্টগ্রামের সম্মানীত নগরবাসীকে ও বিভিন্ন পেশাজীবিদের সহযোগিতার আহবান জানান। এসময় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে নির্ধারিত সময় রথযাত্রা শুরু এবং যথাসময়ে শেষ করার আহবান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন