মহিউদ্দিন মেয়র হওয়ার পর থেকেই চট্টগ্রামের উন্নতি : প্রধানমন্ত্রী

এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম : এবিএম মহিউদ্দিন চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই চট্টগ্রামে সত্যিকারের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ মার্চ) বিকেলে নগরীর পতেঙ্গায় বোট ক্লাবে ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধনের পর দেওয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা বিরোধী দলে থাকা সত্ত্বেও মহিউদ্দিন চৌধুরী তখন নির্বাচনে জিতেছিল। চট্টগ্রামে রাস্তাঘাটসহ যত উন্নয়ন সেগুলো হয়েছে মহিউদ্দিন চৌধুরীর আমলেই, সেটা বাস্তব কথা।”

বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে থাকা বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী টানা ১৭ বছর মেয়রের দায়িত্ব পালনের পর ২০১০ সালের নির্বাচনে হেরে যান। ২০১৫ সালের নির্বাচনে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখনই উন্নতি হয়, এটাই বাস্তব কথা। ঢাকা-চট্টগ্রাম ফোরলেন হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সোজা রেললাইনের কাজ, সেটাও শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার রাস্তা, সেই ছোটবেলা থেকেই এই রাস্তার কাজ খালি চলছে, এই রাস্তার উন্নয়নের কাজও আমরা হাতে নিচ্ছি।

তিনি বলেন, ৯৬ থেকে ২০০১ বাংলাদেশে স্বর্ণযুগ ছিল। বিদ্যুতের উৎপাদন দেড় হাজার মেগাওয়াট থেকে ৪ হাজার ৩০০ মেগাওয়াট করেছিলাম। বাংলাদেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। রাস্তাঘাট তখনই আমরা করে দিই।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও সচিব আব্দুল মালেক এবং চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ওয়াসা, চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।

মঞ্চে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বক্তব্যের আগে নগরী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় সাড়ে ৩৫ একর জমির ওপর নির্মিত শেখ হাসিনা পানি শোধনাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বর্তমানে এই শোধনাগার থেকে চট্টগ্রাম নগরে প্রতিদিন ১৪ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

শেয়ার করুন