চট্টগ্রাম : জেলার কর্ণফুলী থানা এলাকায় কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী সু ফ্যাক্টরির কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
আরো পড়ুন : ফেসবুক-ইউটিউবে নিয়ন্ত্রণ সেপ্টেম্বরে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
এর আগে বুধবার রাত ৮টার দিকে কাজশেষে কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী সু ফ্যাক্টরি থেকে বের হয়েছিলেন ১৫ বছরের ওই কিশোরী। রাত সাড়ে ৮টার দিকে মেয়েটিকে আনোয়ারা থানার চৌমুহনীর অদূরে কালার মার দিঘী এলাকায় রাস্তার পাশে মুমুর্ষু অবস্থায় দেখতে পান স্থানীয়রা। চোখ বেঁধে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করেছে বলে মেয়েটি তখন জানায়।
তার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে পরিবারকে বিষয়টি জানানো হয়। এরপর ভাইসহ পরিবারের কয়েকজন ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। মেয়েটি শারীরিকভাবে গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ভুক্তভোগী মেয়েটি চন্দনাইশ উপজেলার বাসিন্দা। সে কোরিয়ান ইপিজেডে কর্ণফুলী সু ফ্যাক্টরিতে কাজ করে। ধর্ষণের পর তাকে আনোয়ারা থানা এলাকায় পাওয়া গেছে। তাই এ বিষয়ে আনোয়ারা থানায় মামলা হবে। জড়িতদের ধরার জন্য আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি।