বান্দরবানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন বীর বাহাদুর

উদ্বোধনকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান: পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করছে বর্তমান আওয়ামীলীগ সরকার। পার্বত্য জেলার সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জনসাধারণের কাছে সরকারের বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। পাহাড়ের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে নিমার্ণ করা হচ্ছে রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট। পার্বত্য জেলায় শিক্ষার বিস্তারের জন্য প্রতিষ্ঠা করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ নানা অবকাঠামো।

আরো পড়ুন : নাইক্ষ্যংছড়ির মাদরাসা অধ্যক্ষের জালিয়াতি ফাঁস
আরো পড়ুন : পুষ্টিগুণে সমৃদ্ধ কাঁচা কলা

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলার ছাউপাড়া ও চেমী ডলু পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের উদ্যোগে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে যাতায়াত অনেক সহজ হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আজ সারাদেশের ন্যায় পার্বত্য এলাকায়
স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা থেকে শুরু করে প্রতিটা স্তর আজ উন্নয়নের জোয়ারে ভাসছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রকল্পগুলো হচ্ছে ৩ কোটি ৮৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ছাউপাড়ায় শিলক খালের উপর সংযোগ সড়কসহ আর.সি.সি গার্ডার ব্রীজ নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে চেমী ডলু পাড়া
উচ্চ বিদ্যালয়ের দোকান ঘর নির্মাণ, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে চেমী ডলু পাড়া বৌদ্ধ বিহারের ছাত্রাবাস ভবন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, নিবাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মার্মাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।