‘কবির সিং’ ১৩ দিনে আয় করেছে ২০০ কোটি রুপি

শহিদ কাপুরের নতুন সিনেমা ‘কবির সিং’ ১৩ দিনে আয় করেছে ২০০ কোটি রুপি।

শহিদ কাপুরের নতুন সিনেমা ‘কবির সিং’ ১৩ দিনে আয় করেছে ২০০ কোটি রুপি। বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন, বক্স অফিসে ব্লকবাস্টার হবে ‘কবির সিং’ তাই হলো।

সমালোচনা সত্ত্বেও বলিউড তারকা শহিদ কাপুরের নতুন সিনেমা ‘কবির সিং’ ভারতের বক্স অফিসে শাসন জারি রেখেছে। এখনো থামার কোনো লক্ষণ নেই।

সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত এ ছবির নায়িকা ‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ারা আদভানি। এ পর্যন্ত ‘কবির সিং’ আয় করেছে সাত কোটি রুপিরও বেশি।

২১ জুন ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘কবির সিং’। সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি ভার্সন এ ছবি।

প্রথমবারের মতো পরিচালক সন্দীপের সঙ্গে কাজ করলেন শহিদ কাপুর। ভক্তদের তুমুল সাড়া পাওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহিদ।

সমালোচকরা ‘নারীবিদ্বেষী’, ‘পুরুষতান্ত্রিক’ সিনেমা আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে এর প্রভাব পড়ছে না।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, ভারতের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে ‘কবির সিং’।

তিনি আরো জানান, মুক্তির তিন দিনে এ ছবি ঢোকে ৫০ কোটির ক্লাবে, পাঁচ দিনে ১০০ কোটির ক্লাবে, নবম দিনে ১৫০ কোটির ক্লাবে, দশম দিনে ১৭৫ কোটির ক্লাবে ও ১৩তম দিনে ২০০ কোটির ক্লাবে (ইন্ডিয়া বিজ)।

অন্যদিকে, চলতি বছরে ২০০ কোটির ক্লাবে ঢুকতে সালমান খানের ‘ভারত’-এর লেগেছে ১৪ দিন ও ‘উরি’র লেগেছে ২৮ দিন।

সিনেমার গল্পে রয়েছে, সাবেক প্রেমিকা প্রীতির (কিয়ারা) অন্যত্র বিয়ের পর ছন্নছাড়া হয়ে যায় কবির সিং (শহিদ)। এরপর আত্মবিধ্বংসী পথ বেছে নেয় কবির।

সারাক্ষণ মদ আর ধূমপানে আসক্ত হয়ে পড়ে। হয়ে পড়ে আত্মনিয়ন্ত্রণহীন। ট্রেইলারে রাগান্বিত শহিদকে দেখা গেছে। মারপিটের দৃশ্যও রয়েছে। অন্যদিকে, কিয়ারা স্নিগ্ধ। শহিদ ও কিয়ারার চুমুর দৃশ্যও ঝড় তুলেছে অন্তর্জালে। সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন