নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষের চারা বিতরণ

নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষের চারা বিতরণ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : বীর বাহাদুর এমপি,র সুযোগ্য পুত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুরের পক্ষে অর্ধশতাধিক স্কলে পাঁচ শতাধিক ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ।

আরো পড়ুন : রূপচর্চায় চাল ও চালের গুড়ো

রবিবার (৭ জুলাই) সকালে এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমুর নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সাবেক চেয়ারম্যান ও কলেজ গর্ভরনিং বডির সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল। এসময় সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু জানান, আমাদের প্রিয় নেতা বীর বাহাদুর এমপির সুযোগ্যপুত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর পক্ষ হয়ে কলেজ ছাত্রলীগ উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক ফলজ ও পাঁচ শতাধিক বৃক্ষের চারা বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। প্রত্যেককে ফলজ ও বৃক্ষের ২টি করে চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ ও,আ,ম রফিকুল ইসলাম, উপ-অধ্যক্ষ বশির আহাম্মদ প্রমূখ।

আরো পড়ুন : হিজাব পরার জন্য কুইবেকে মালালা ইউসুফজাই চাকরি হারাচ্ছেন

এসময় অন্যান্যদের মাঝে উপজেল,ইউনিয়ন,ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।