মোদী ম্যাজিকে ম্লান রাহুল গান্ধীর নেতৃত্ব!

ফাইল ছবি

কলকাতা : উত্তরপ্রদেশের নির্বাচনে প্রচারে যাননি সোনিয়া গান্ধী। এমন কি উত্তরপ্রদেশসহ ভারতের পাঁচ রাজ্যের ফল ঘোষণার আগের দিন দিল্লি থেকে তিনি চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কিন্তু উত্তরপ্রদেশে কংগ্রেসের ভরাডুবির পর রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে এটা খুব স্বাভাবিক। যদিও এ বিষয়ে কংগ্রেস হাই কমান্ডের তরফে কোন প্রশ্ন তোলা হবে না বলেই আশা করা যায়। কারণ কংগ্রেস হাইকমান্ড গান্ধী পরিবারের ওপর চিরকালই যথেষ্ট আস্থাশীল।

তবে বারেবারে নির্বাচনে পরাজয় এবং বিজেপি-এর ক্রমশ উত্থান রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে খুব বেশি প্রশ্ন তুলে দিচ্ছে কংগ্রেসের কর্মীসহ বিভিন্ন মহলে।

এদিকে মোদী ম্যাজিক ধীরেধীরে ভারতের অন্য রাজ্যগুলিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। এখানে প্রশ্ন উঠছে তাহলে কি আগামী দিনে ভারতের রাজনীতির বহু কথিত প্রবাদ ‘বহু দলীয় রাজনীতিতে এক দলীয় শাসন’-এ পরিণত হতে চলেছে।

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই অবস্থা আজকের রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি-এর পক্ষে সহজ হবে না। কিন্তু পাঁচ রাজ্যের নির্বাচনে আঞ্চলিক দলগুলির পরাজয় সেই প্রশ্নকে উসকে দিচ্ছে।

ভারতের স্বাধীনতার পর থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতের রাজনীতির ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় সেখানে ‘বহু দলীয় রাজনীতিতে এক দলীয় শাসন’ বজায় ছিল। অর্থাৎ কেন্দ্র কংগ্রেসের সরকার সঙ্গে বেশিরভাগ রাজ্যেও কংগ্রেসের সরকার। যদিও বিজেপি এখনও সেই জায়গা অর্জন করতে পারেনি, কিন্তু ২০১৯ সালে যদি বিজেপি আবার ক্ষমতায় আসে তবে এ সম্ভাবনা যে জোরদার হবে সে কথা বলার অপেক্ষা রাখে না।

ভারতের পাঁচ রাজ্যের নির্বাচন থেকে ২০১৯ সালের প্রবণতা অনুধাবন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজ্য ছিল উত্তরপ্রদেশ। সেখানে বিজেপি তাদের প্রভাব নিরঙ্কুশ ভাবে প্রতিষ্ঠা করেছে। উত্তরপ্রদেশে জয়লাভ এতো বেশি রকমের গুরুত্ব দেবার কারণ আরও একটি আছে। লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ হলেও ভারতের রাজ্যসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ নয়। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের জয় বিজেপিকে রাজ্যসভায় বাড়তি অক্সিজেন দেবে। ফলে সরকার তার সিদ্ধান্ত আরও সহজভাবে প্রয়োগ করতে পারবে।

শেয়ার করুন