চন্দনাইশের মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন ফারুকীর পাল্টা সংবাদ সম্মেলন

চন্দনাইশের মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন ফারুকীর পাল্টা সংবাদ সম্মেলন। ছবি নয়াবাংলা

চন্দনাইশ : ভাড়াটিয়া কর্তৃক দোকান জবর দখল এবং মিথ্যা-বানোয়াটী তথ্য দিয়ে কথিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন চন্দনাইশের হাফেজ মুফিজুল ইসলাম নামের এক ভাড়াটিয়া।

রোববার (১২ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন চন্দনাইশ থানার গাছবাড়ীয়া খান হাট বাজারের ফারুকী মার্কেটের মালিক মুক্তিযোদ্ধা মো. সাইফুদ্দিন ফারুকী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন-গত ১২ মার্চ ‘১৭ তারিখে দৈনিক আজাদী পত্রিকার শেষ পৃষ্ঠায় বর্ণিত সংবাদ এবং আরো অন্যান্য পত্রিকায় “চন্দনাইশ থানার ওসি ও এস.আই এর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ” শিরোনামে ছাপানো সংবাদ সম্পূর্ণ ভূয়া, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।

ঘটনার মূল বিষয় তুলে ধরে তিনি বলেন-হাফেজ মুফিজুল আলম, পিতা-নূর হোসেন সাং- চন্দনাইশ আমার ভাড়াটিয়া ছিল। সে এলাকার বিভিন্ন সংস্থার সাথে, এনজিও প্রতিষ্ঠানের সাথে ও ব্যাংকিং প্রতিষ্ঠানের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে আত্মসাৎ করার জন্য আমার প্রতিষ্ঠানকে জড়াইয়া গত ১১ মার্চ’১৭ তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে। আমি নিম্নোক্ত মতে ওই সংবাদ সম্মেলনের উল্লেখিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাইফুদ্দিন ফারুকী গাছবাড়ীয়া খান হাট বাজারে নিজ অর্থে তিন তলা বিশিষ্ট “ফারুকী মার্কেট” বহু বছর আগে নির্মাণ করেন। মার্কেটের নিচ তলায় ৬নং দোকানটি জনৈক হাফেজ মুফিজুল আলমকে অস্থায়ী ভাড়াটিয়া হিসেবে একশত পঞ্চাশ টাকার ষ্ট্যাম্পের লিখিত চুক্তির ভিত্তিতে মাসিক ১,০০০/-(এক হাজার) টাকা ভাড়ার ভিত্তিতে ভাড়া দেন। পরবর্তীতে চুক্তির মেয়ার শেষ হলে (৩১/১২/২০১৪ইং) ভাড়াটিয়অকে দোকান ছেড়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করেন। ভাড়াটিয়া দোকান না ছাড়িয়া জবর দখল করে রাখেন।

বিষয়টি স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর মধ্যস্থতায় সালিশী বৈঠকে নিষ্পত্তি হয়। সে মতে সে গত ২৮/০২/২০১৭ইং তারিখে তার মালামাল সরিয়ে নিয়ে দোকান ছেড়ে যান। ইতিমেধ্য উক্ত ভাড়াটিয়ার পাওনাদারগণ, এনজিও সংস্থা, ব্যাংক কর্তৃপক্ষ আমার কাছে বারে বারে চাপ প্রয়োগ করে।

এমতাবস্থায় নিজেও বকেয়া ভাড়া ও অন্যান্য মালামাল বাবদ ১ লক্ষ টাকা পাওনাদারগণের প্রাপ্য টাকা ও ব্যাংক কর্তৃপক্ষের দায়-দেনা থেকে বাঁচার জন্য মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে স্থানীয় চন্দনাইশ থানার ওসি ও এস.আই’র বিরুদ্ধে কাল্পনিক ঘটনার অবতারণা করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক ও বানোয়াট খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ার করুন