এনজিওর প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা
চসিক সাবেক কর পরিদর্শকসহ ২জন আটক কক্সবাজারে

চসিক সাবেক কর পরিদর্শকসহ ২জন আটক কক্সবাজারে

কক্সবাজার : লিংক রোড এলাকা হতে হিউম্যানিটি ফার্স্ট সার্ভিং মেনকাইন্ড নামক এনজিওর স্টিকারযুক্ত প্রাইভেটকার থেকে ২০ হাজার ইয়াবা সহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটকদের মধ্যে একজন লক্ষীপূরের রামানন্দি চাদখালী এলাকার আনোয়ার হোসেনের ছেলে রুবেল রানা (২২)। অপরজন চট্টগ্রাম পাঁচলাইশ থানার নওশের আলী বাড়ির বাসিন্দা কামরুল ইসলাম ভুঁইয়ার ছেলে দৌলত আজিম ভুঁইয়া (৩৯)। দৌলত চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কর পরিদর্শক ছিলেন বলে জানিয়েছেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন : চট্টগ্রামে অস্ত্রসহ আটক ঢাকাইয়া আমলগীর
আরো পড়ুন : বাসায় আটক রেখে তরুণীকে ধর্ষণ, ২জন গ্রেফতার চট্টগ্রামে

র‌্যাব-১৫ এর কোম্পানী কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৩টার দিকে চট্টগ্রামগামী অবস্থায় হিউম্যানিটি ফার্স্ট সার্ভিং মেনকাইন্ড- নামক এনজিওর স্টিকারযুক্ত প্রাইভেট কারে (চট্ট. মেট্রো ক-০২-১৪৩৬) করে ইয়াবার চালান নিয়ে যাচ্ছে, এমন সংবাদ ছিল। সেই তথ্য মতে লাল রঙের কারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো গাড়ির পেছনের অতিরিক্ত চাকার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল।জিজ্ঞাসাবাদে আটক দুইজনই স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করে আসছিলো।