সীতাকুণ্ডে শিশুর বিরুদ্ধে সহিংসতা রোধে কর্মশালা সম্পন্ন

বক্তব্য রাখছেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান সভার সভাপতি জাহেদ হোসেন নিজামী।                                                  – ছবি : মোহছেনা মিনা

সীতাকুন্ড : শিশুর বিরুদ্ধে সহিংসতা রোধে সাত কৌশল শিক্ষণীয় বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল ৯টায় সীতাকুণ্ডের ইপসা পরিচালিত এইচআরডিসি সেন্টার, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ কে এম মফিজুর রহমান মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

আরো পড়ুন : দুদকের মামলা এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে
আরো পড়ুন : নতুন গ্যাস সংযোগ এবং প্রিপেইড মিটারের দাবিতে স্মারকলিপি সুজনের

ইপসা পরিচালিত কমিউনিটি রেডিও রেডিও সাগরগিরি এফ এম ৯৯.২ ও সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলাপমেন্ট (সিসিডি) বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।

পৃষ্ঠপোষকতা করে ইগনিটি ফিলান্ট্রোপি: ইন্সপায়ারিং দি এন্ড টু ভায়োলেন্স এগেইন্সট গার্লস এন্ড বয়েস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইন ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্যাহ,রেডিও সাগরগিরির ফোকালপার্সন লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুচ্ছফা, সাব ইন্সপেক্টর হারুন অর রশীদ।

অনুষ্ঠান পরিচালনা করেন সিসিডি বাংলাদেশের সমন্বয়কারী রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহনাজ পারভিন ও রেডিও সাগর গিরি সিনিয়র প্রোগ্রাম প্রোডিউসার সঞ্জয় চৌধুরী।

দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী।

কর্মশালায় সীতাকুণ্ডে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগণ এতে অংশগ্রহণ করে।