গাজীপুরে ইউনিসেফ আরবান প্রকল্পের পর্যালোচনা সভা

ইউনিসেফ আরবান প্রকল্পের পর্যালোচনা সভা

গাজীপুরে জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের ২০১৮ সালের অগ্রগতি পর্যালোচনা ও ২০১৯ সালের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে জিসিসি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে. এম. রাহাতুল ইসলাম।

আরো পড়ুন : নিখোঁজ নয়, প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া নিশু উদ্ধার ঢাকায়
আরো পড়ুন : বাসায় আটক রেখে তরুণীকে ধর্ষণ, ২জন গ্রেফতার চট্টগ্রামে

জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের সোস্যাল এ্যান্ড বিহিবিয়ার চেঞ্জ কমিউনিকেশন (এসবিসিসি) কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মনজুরুল হক, জিসিসি’র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ রেজাউল বারী, ইউনিসেফ ঢাকা-ময়মনসিংহ বিভাগের চীফ অব ফিল্ড অফিস মোঃ ওমর ফারুক, জিসিসি অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ মোল্লা, অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস. এম. সোহরাব হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লাজু সামসাদ হক।

কে. এম. রাহাতুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া অঞ্চল হিসাবে এলাকায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। ইউনিসেফ এর পাশাপাশি সিটি কর্পোরেশনকে সকল কার্যক্রমে অংশগ্রহন বাড়াতে হবে যেন ইউনিসেফ চলে গেলেও কার্যক্রম বন্ধ না হয়ে যায়। এ জন্য তিনি সকল কাউন্সিলরকে এগিয়ে আসতে অনুরোধ করেন।