আটকের ৪ ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত টেকনাফে

ছবি : প্রতীকী

কক্সবাজার : জেলার টেকনাফ উপজেলায় আটকের ৪ ঘণ্টা পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মালেক (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত আবদুল মালেক ইয়াবা ব্যবসায়ী। তার নামে টেকনাফ থানায় অস্ত্র ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। আবদুল মালেক টেকনাফের নতুন পল্লানপাড়ার মৃত মকবুল আহমদের ছেলে।

আরো পড়ুন : সামাজিক মাধ্যমকে আরো শৃঙ্খলায় আনতে হবে: ড. হাছান মাহমুদ
আরো পড়ুন : নগর ভবনে রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ মেয়রের

বুধবার (১০ জুলাই) রাত পৌণে ১টার দিকে টেকনাফের নেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এলজি, ১৩ রাউন্ড কাতুজ, ২১টি গুলির খোসা ও পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে আবদুল মালেককে আটক করে পুলিশ। এ সময় আবদুল মালেকের তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে টেকনাফের নেঙ্গুরবিল এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে একদল মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে আবদুল মালেক গুলিবিদ্ধ হয়।

তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আবদুল মালেককে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার সময় তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।