চট্টগ্রামে ভারি বর্ষণের সম্ভাবনা আরো কয়েক দিন

,

চট্টগ্রাম : মৌসুমী বায়ুর প্রভাবে বন্দর নগরীতে আরও কয়েকদিন ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, মৌসুমী বায়ুর প্রভাবে আরও কয়েকদিন ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন ওই আবহাওয়াবিদ।

আরো পড়ুন : শিক্ষকের গায়ে কেরোসিন দেয়া ইউএসটিসির সেই ছাত্র বহিষ্কার
আরো পড়ুন : ফেসবুকে ‘মাথা কাটার’ গুজব ছড়ানোর অভিযোগে ২জন আটক

কয়েকদিনের টাকা বৃষ্টিপাতে নতুন নতুন এলাকায় পানি উঠছে। নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিতান্তই কোন কাজ ছাড়া ঘরের বাইরে যেতে চাইছে না সাধারণ মানুষ। তবে চাকরীজীবী, ব্যবসায়ী, স্কুল কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই।

ভূমিধসের সতর্কতা জারির পর গত শনিবার থেকে ৮টি আশ্রয় কেন্দ্র চালু করে জেলা প্রশাসন। পাশাপাশি নগরের সরকারি ও বেসরকারি মালিকানাধীন ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরতদের সরিয়ে নিতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

শেয়ার করুন