রামুতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও

রামুতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও

টানা ক’দিনের বৃষ্টির পানি ও পাহাড়ি বন্যায় ক্ষতবিক্ষত হয়েছে কক্সবাজারের রামু উপজেলা। মুষলধারে অবিরত বৃষ্টিতে পাহাড়ি ঢলে বেশ কয়েকটি সড়কের অংশ বিশেষ বিলীন হয়ে যায়। এতে জনসাধারণের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।

এরই মধ্যে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বেশ কয়েকটি ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি নারিকেল বাগান-ফুলতলী সড়কের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এছাড়া ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল এলাকায় বন্যায় ক্ষতবিক্ষত গ্রামও পরিদর্শন করেন তিনি।

আরো পড়ুন: ক্রোয়েশিয়ায় মিউজিক ফেস্টিভালে ভয়াবহ অগ্নিকাণ্ড

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, এলজিইডি কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, দুই সপ্তাহ ধরে বিরতিহীন বৃষ্টির উজানী ঢলের পানিতে রামু উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রামু উপজেলা প্রশাসন সর্বোচ্চ সর্তকতার সাথে পরিস্থিতি মনিটরিং করছে। বিচ্ছিন্ন সড়ক পূনঃনির্মাণসহ ঘর-বাড়ি রাস্তা, ঘাটসহ সার্বিক ক্ষয়ক্ষতি চিহ্নিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছে। আশা করছি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনরায় মেরামতের কাজ অতি শিগগির শুরু হবে।