সংবাদ সম্মেলন
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ডে একগুচ্ছ কর্মসুচী

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম আহমদ।

সীতাকুণ্ড : জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ১৭-২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম আহমদ।

বুধবার (১৭ জুলাই) দুপুরে সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরো পড়ুন : মলম পার্টির ৫ সক্রিয় সদস্য আটক চট্টগ্রামে
আরো পড়ুন : চট্টগ্রামে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার

বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, মৎস্য সপ্তাহের প্রচারণা, র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতির আলোচনা, ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা, স্কুল-কলেজে মৎস্য চাষ বিষয়ে আলোচনা, হাটবাজারে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা এবং মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও পুরস্কার বিতরণ।

দেশে এখন চাহিদার চেয়েও ৫৭ হাজার টন বেশি মাছ উৎপাদন হচ্ছে জানিয়ে মৎস্য কর্মকর্তা মোঃ শামীম আহমদ বলেন, দেশ এখন মাছ উৎপাদনে স্বনির্ভর। আমাদের মাছের চাহিদা ৪২ লাখ ২০ হাজার মেট্টিক টন। কিন্তু উৎপাদন হচ্ছে ৪২লাখ ৭৭ হাজার মেট্টিক টন। যার অর্থ চাহিদার চেয়ে আরো ৫৭ হাজার মেট্টিক টন বেশি মাছ উৎপাদন হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মৎস্য সেক্টরও আগের চেয়ে অনেক গতিশীল হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সেক্টরে প্রতিবছর লাখ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম.সেকান্দর হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম হেদায়েত, সহ-সভাপতি জহিরুল ইসলামসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মীবৃন্দ।

শেয়ার করুন