মেধা ও মানসিকতার সমন্বয়ে ভবিষ্যৎ নির্মাণে উৎসাহ দিতে হবে

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, সন্তানদের ব্যাপারে মাতাপিতাকে সজাগ থাকতে হবে। সন্তানকে মানুষের মতো মানুষ করে সমাজে ছেড়ে দিতে পারাটাই মা-বাবার স্বার্থকতা। মেধা, মনন ও মানসিকতা সমন্বয় করে সন্তানদের ভবিষ্যৎ নির্মাণে উৎসাহ যোগাতে হবে।

শুক্রবার (১৯ জুলাই) সকালে বি.এম.এফ মেধাবৃত্তি ২০১৮ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিভাগীয় শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

আরো পড়ুন: খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য আটক

বাংলাদেশ মানবাধিকার ফোরামের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আর্চায্যের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অভিভাবকদের উদ্দেশ্যে মেয়র বলেন, সন্তানদের শুধু পড়ালেখায় চাপ দিলে চলবে না, তাদের স্বাস্থ্যের
প্রতি নজর দিতে হবে। মা বাবাকে বন্ধুর মতো আচরণ করতে হবে। এছাড়াও মাদকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার ফোরামের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আর্চায্য বলেন, ফেল করা ছাত্ররাই বেশীরভাগ অপরাধে জড়ায়। ছেলে মেয়েদের ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের আরো সজাগ-সতর্ক হোন। সন্তানদের মোবাইল নিয়ন্ত্রণ করুণ। অন্যথায় বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে।তাদের নৈতিক শিক্ষা দিন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন ও কপিল উদ্দিনের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব আকতার উদ্দিন রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলাইমান সেলিম, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, আর. এফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক হাজী দেলোয়ার হোসেন, বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এস এম শহীদ উল্লাহ রনি, বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিঠুন।

বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জি. এম. মাহবুব হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি নূরুল হায়দার কচি, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, সহ-প্রচার সম্পাদক জাফর আলম বরিন প্রমুখ।

শেয়ার করুন