সীতাকুণ্ডে বারামখানার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

 

বৃক্ষ রোপন কর্মসূচির  উদ্বোধন করছেন, ইপসার প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান।

চট্টগ্রাম : ‘সুস্থ যদি থাকতে চান, ভেষজগুণ গাছ লাগান। প্রাণে যদি বাঁচতে চান,গাছে গাছে দেশ সাজান’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বারামখানা।

স্থায়িত্বশীল উন্নয়ন সংস্থা  ইপসার  সহযোগিতায় সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচির  উদ্বোধন করেন, ইপসার প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান।

আরো পড়ুন : প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আরো পড়ুন : সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পলাশ চৌধুরী (পরিচালক অর্থ), মোর্শেদ চৌধুরী, (পরিচালক অর্থনৈতিক উন্নয়ন),  শফিউল আলম চৌ: মুরাদ (কাউন্সিলর সীতাকুণ্ড  পৌরসভা, রেজাউল করিম বাহার সভাপতি (পিটিআই) স্কুল কমিটি, সেকান্দর হোসাইন সভাপতি  সীতাকুণ্ড প্রেসক্লাব, সুলতানা ইয়াসমিন প্রধান শিক্ষক, সী:থানা সরকারি প্রা: বিদ্যালয়,আনিসুল হক সদস্য ইপসা, বাবু গৌতম অধিকারী, বাবু রুপন আচার্যী,বারামখানার সাধারন সম্পাদক, বাবু প্রিতম সোম, অর্থ সম্পাদক ও অন্যন্য সদস্য বৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।

সপ্তাহব্যাপী সীতাকুণ্ড পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।