আলজেরিয়া আফ্রিকান নেশন্স কাপ চ্যাম্পিয়ন

আফ্রিকান নেশন্স কাপের নতুন চ্যাম্পিয়ন আলজেরিয়া।

আফ্রিকান নেশন্স কাপের নতুন চ্যাম্পিয়ন আলজেরিয়া। ফাইনালে তারা সেনেগালকে হারিয়ে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবল দলের খেতাব জিতেছে। দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতলো উত্তর আফ্রিকার দেশটি।

মিসরের রাজধানী কায়রোয় শুক্রবার (১৯ জুলাই) রাতে শিরোপা লড়াইয়ে ১-০ গোলে জিতে আলজেরিয়া। ১৯৯০ সালে প্রথম এর শিরোপা জিতেছিল দেশটি। ম্যাচের শুরুতেই একমাত্র গোলটি পেয়ে যায় আলজেরিয়া।

এরপর ম্যাচে ফিরতে অনেক চেষ্টা করেছেন সেনেগাল কিন্তু কাজ হয়নি। অধিকাংশ সময় বল দখলে রেখেও ম্যাচে ফিরতে পারেনি তারা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণেই এগিয়ে যায় আলজেরিয়া। ডি-বক্সের বাইরে থেকে ফরোয়ার্ড বাগদাদ বুনেজার জোরালো শটে বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে উপরে উঠে গিয়ে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়।

একটু এগিয়ে থাকা গোলরক্ষক যেন ভাবতেই পারেননি বল ভিতরে ঢুকতে পারে, কোনো চেষ্টাও তাই করেননি তিনি।

২০০২ সালে প্রথমবার আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে উঠে ক্যামেরুনের কাছে হেরে স্বপ্ন গুঁড়িয়েছিল সেনেগালের। এবারের পরাজয়ে প্রথম শিরোপা জয়ের অপেক্ষা তাদের আরও বাড়লো।

গত বুধবার (১৭ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারায় নাইজেরিয়া।

শেয়ার করুন