ভারতে ভয়াবহ বন্যায় নিহত ১৭০, ঘরছাড়া ১ কোটি মানুষ

ভারতে বন্যার পানিতে ভাসছে দুই রাজ্যের মানুষ। ছবি: সংগৃহীত।

প্রতিদিনই বাড়ছে বন্যার পানি। ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের বিহার ও আসামের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে দুই রাজ্যজুড়ে প্রাণ হারিয়েছেন ১৭০ জন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। মারা গেছে বহু প্রাণী। গৃহহীন হয়ে পরেছে অন্তত ১ কোটি মানুষ। দুই রাজ্য জুড়ে এখন পর্যন্ত প্রায় ৯৬ লক্ষ ৮৯০ জন বন্যাদূর্গত মানুষ ঠাঁই নিয়েছেন ৭৫৭টি ত্রাণ শিবিরে। দুই রাজ্যজুড়ে বন্যায় তলিয়ে গেছে ২ হাজার ২৮৩টি গ্রাম। ভেসে গেছে প্রায় ১ কোটি ১৪ লক্ষ হেক্টর জমির ফসল।

আরো পড়ুন : জিএম কাদের জাপার চেয়ারম্যান নন: রওশন
আরো পড়ুন : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ থেকে প্রিয়া সাহা বহিষ্কার

দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২২ জুলাই) বিহারের মুজাফ্ফরপুরে আরও দুজনের মৃত্যু হয়েছে। যার জেরে বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৪ জন।

অন্যদিকে আসামে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। যার জেরে আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয় ৬৬ জন।

এছাড়া আসামের বন্যার জেরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ১৬টি গন্ডারসহ মোট ১৮৭টি প্রাণী মারা গেছে বলে বনদফতরের পক্ষ থেকে খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, দুই রাজ্যে ঘরছাড়া প্রায় ১ কোটি ৭ লক্ষ মানুষ। এরমধ্যে বিহারে ঘরছাড়া প্রায় ৭৬ লক্ষ ৮৫ হাজার এবং অন্যদিকে আসামে প্রায় ৩০ লক্ষ ৫৫ হাজার।

খবরে বলা হয়েছে, নেপাল ও তরাই অঞ্চলে অবিরাম বর্ষণের কারণেই বিহারের বন্যাপরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে।

বিহারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী লক্ষ্মীশ্বর রাই জানান, ত্রাণ ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

-তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ফার্স্ট পোস্ট।