স্কুল পরিচালনা পরিষদে সাংবাদিক হাফিজ সভাপতি নির্বাচিত

স্কুল পরিচালনা পরিষদে সাংবাদিক হাফিজ সভাপতি নির্বাচিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। অন্যদিকে সহসভাপতি হয়েছেন অভিভাবক সদস্য (পুরুষ) মনির আহমদ।

সোমবার (২২ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই নির্বাচনে ১০জন ভোটারের কন্ঠভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হন। নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা আবু নছর মোহাম্মদ হাচ্ছান। নির্বাচনশেষে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন রামু উপজেলার শিক্ষক নেতা নজরুল ইসলাম, আজিজুল হক, ছিদ্দিকুল আজাদ রাশেদ, গর্জনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী ও গর্জনিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আলম।

এসময় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রধান উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবির, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, ছাত্রলীগনেতা ইকবাল হোসাইন স্বাধীন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তরুণ সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, গর্জনিয়া ইউপির পাঁচ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়াসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা পুর্ণাঙ্গ কমিটির অপর ৮টি পদে নির্বাচিত হয়েছেন- জনপ্রতিনিধি ক্যাটাগরীতে স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম, পদাধিকারবলে কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ধর, মাধ্যমিক উচ্চবিদ্যালয় প্রতিনিধি (শিক্ষানুরাগী) ক্যাটাগরীতে গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিল্টন দত্ত, শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরীতে বিদ্যালয়ের সহকারি শিক্ষক পারভিন আক্তার, এমপি প্রতিনিধি (নারী) ক্যাটাগরীতে জয়নাব বেগম, অভিভাবক ক্যাটাগরীতে (পুরুষ) নাছির উল্লাহ চৌধুরী, নারী ক্যাটাগরীতে মর্জিনা শাহীন চৌধুরী মুন্নি ও আক্তার বেগম।