সমঝোতা স্মারক স্বাক্ষরিত
দেশের নারি উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখছে এনআরবি ব্যাংক

সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

চট্টগ্রাম : ভবিষ্যতে নারী উদ্যোক্তাদের উন্নয়নে উইমেন চেম্বার এবং এনআরবি ব্যাংক লিমিটেড যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে উউমেন চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেছেন, এনআরবি ব্যাংক লিমিটেড দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে অনন্য অবদান রাখছে। এ ধারা অব্যাহত রাখতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে আয়োজিত ১৩তম আন্তর্জাতিক ওমেন এসএমই এক্সপো বাংলাদেশ এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মাঝে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আরো পড়ুন : বঙ্গবন্ধু ফুটবল মাঠ দখলের চেষ্টা টেকনাফ মহিলা আ.লীগ নেত্রীর
আরো পড়ুন : ভারতে ভয়াবহ বন্যায় নিহত ১৭০, ঘরছাড়া ১ কোটি মানুষ

মঙ্গলবার (২৩ জুলাই) এনআরবি ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এসএমই এক্সপো ২০১৯ এর কো-চেয়ারপার্সন কাজী তুহিনা আক্তার ও এনআরবি ব্যাংক লিমিটেড এর হেড অব মেইন ব্রাঞ্চ চট্টগ্রামের শাখা প্রধান রফিকুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের আওতায় ১৩তম আন্তর্জাতিক ওমেন এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৯ এ অংশগ্রহনকারীরা এনআরবি ব্যাংক এর ঢাকাস্থ গুলশান, বনানী, দিলকুশা এবং চট্টগ্রামের আগ্রাবাদ এবং ওআর নিজাম রোড শাখায় মেলার স্টল বুকিং ফরম সংগ্রহ ও স্টল বুকিং এর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এনআরবি ব্যাংক লি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম অঞ্চলে নারী উদ্যোক্তাদের জন্য এনআরবি ব্যাংক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক শাহেলা আবেদিন, সদস্য নূর-এ-জান্নাত নিপা, শাম্মা মতিন, নাহিদ পারভীন রানী, এনআরবি ব্যাংক লিমিটেড এর চীফ অপারেটিং অফিসার ইমরান আহমেদ, হেড অফ রিটেইল গোলাম নাকিব, হেড অফ এসএমই এটিএম জামাল উদ্দিন।

শেয়ার করুন