ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে ডিউককে ভোট দিন : নোমান

প্রচারণা শেষ বৃহস্পতিবার ভোট

চট্টগ্রাম : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। আর সাংগঠনিক শক্তি বৃদ্ধি হলে আন্দোলন হবে। আন্দোলন হলে বেগম খালেদা জিয়া মুক্ত হবে। তাই দলমত নির্বিশেষে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে বিএনপি মমোনীত প্রার্থী এ. কে. এম আরিফুল ইসলাম (ডিউক) কে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আরো পড়ুন : জনপ্রশাসন পদক পেলেন চট্টগ্রামের ডিসি ইলিয়াস হোসেন
আরো পড়ুন : মাছ চাষে বাংলাদেশের নাম এক নম্বরে থাকবে

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে পশ্চিম বাকলিয়া ডিসি রোড আফগান মসজিদ এলাকায় ১৭ নং ওয়ার্ডের উপনির্বাচন উপলক্ষে প্রচারণাশেষে বিএনপির মনোনীত প্রার্থী এ. কে. এম আরিফুল ইসলাম (ডিউক)’র মিষ্টি কুমড়া প্রতীকের প্রচারণাকালে এ আহবান জানান।

তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। বাংলাদেশ একটি ভোটাবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এদেশের মানুষ কখন ভোট দিয়েছে তা ভুলে গেছে। তাই দেশের গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। জনগণকেও এ আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। আর সেই আন্দোলন হবে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, দেশের মানুষের গণতন্ত্র মুক্তির আন্দোলন। বেগম খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে।

মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেন, দেশের মানুষ এ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এ সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। সরকার জনগণকে
ভয় পায়। জনগণ তাদের মৌলিক অধিকার ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার
প্রয়োগ করুক তার এ সরকার চায় না। প্রচারণাকালে বাকলিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, ভোট আপনাদের
অধিকার, আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে কেন্দ্রে যাবেন এবং বিএনপির প্রার্থী এ. কে. এম আরিফুল ইসলাম (ডিউক) কে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

শেয়ার করুন