জনতার মুখোমুখি চসিক মেয়র

মেয়র আ জ ম নাছির উদ্দিন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মত আনুষ্ঠানিক আয়োজনে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। দিলেন বিভিন্ন প্রশ্নের উত্তর।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নগরীর জামাল খান সড়কের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মেয়রের সাথে বন্দরনগরীর বাসিন্দারা জলাবদ্ধতা ও গণপরিবহণের স্বল্পতাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

আরো পড়ুন: “দেশের উন্নয়ন ব্যাহত করতেই গুজব ছড়াচ্ছে কুচক্রি মহল”

দায়িত্ব নেয়ার চার বছর পূর্তি উপলক্ষে জনতার মুখোমুখি অনুষ্ঠানে হাজির হন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় নগরবাসী জলাবদ্ধতা, গণপরিবহন সংকট ও ফুটপাত দখলসহ নানা সমস্যার কথা তুলে ধরে মেয়রের কাছে সমাধান চান।

পর্যায়ক্রমে নগরীরর অন্যান্য ওয়ার্ডগুলোতেও নগরবাসীর মুখোমুখি হবেন জানিয়ে নগর কর্তা বলেন, শীঘ্রই বিগত চার বছরে তার আমলে চসিকে সামগ্রীক উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরা হবে।

জবাবে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আরো দায়িত্বশীল ভূমিকা জরুরী। গণপরিবহন সংকটের সমাধানে সড়কে নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র।

অনুষ্ঠানের শুরুতেই সিটি কপোরেশনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে গত চার বছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, বেসরকারি উদ্যোগে জামাল খান ওয়ার্ডে সৌন্দর্যবর্ধনের নানা প্রকল্প এবং ঐতিহ্য, স্থাপনা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পর ৬ই মে মেয়র হিসেবে শপথ নেন আ জ ম নাছির উদ্দিন।

শেয়ার করুন