বিয়ে বাড়িতে দুর্বৃত্তের হামলায় আহত ৬, স্বর্ণ-টাকা লুট

.

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের চাকঢালার নতুন পাড়ায় বিয়ে বাড়িতে হামলা করেছে দুর্বত্তরা। এতে আহত হন নববধুসহ ৬ জন। এ সময় তারা লুট করে নিয়ে যায় স্বর্ণ-টাকা ও মোবাইলসহ মূল্যবান সামগ্রি।

শুক্রবার (২৬ জুলাই) ভোররাত ৪ টার দিকে ঘটনাটি ঘটেছে।

আরো পড়ুন : হালিশহরে নির্মিত হচ্ছে বহুতল কিচেন মার্কেট
আরো পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৪৮

আহতরা হলো- নববধু ফাতেমা বেগম (১৮) বর-কনের স্বজন ছৈয়দ আলম (২৬), নুরুল আলম (২৪), মোস্তফা খাতুন (৬০), আনোয়ারা বেগম (৭০) ও নুরন্নাহার বেগম (৪০)।

বর-কনে উভয় পক্ষের লোকদের অভিযোগ, শরিয়ত মোতাবেক তাদের এ বিয়ে সম্পন্ন হয় বৃহস্পতিবার সন্ধ্যায়।
যথারীতি তারা রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত ৪ টার দিকে ১১/১২ জনের একদল অস্ত্রহাতে মুখোশধারী একদললোক ডাকাতের বেশে এসে তাদের মারধর করে দেড় ভরি স্বর্ণ, ৪ হাজার ৬’শ টাকা ও ২ টি মোবাইল সেট নিয়ে যায়। লোকগুলোর ভয়ানক আচরণে নববধুর কানের দুল জোর করে নেওয়ার সময় কানের লতি (কানের নিচের অংশ) ছিড়ে যায়। নববধূসহ আহতরা বর্তমানে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ছৈয়দ আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, আসলে বিয়য়টি নাটকীয় কর্মকান্ড। মেয়েটিকে পূর্বে একজন বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় নানা কারণে। পরে হয়তো ডাকাতের বেশে লোকজনগুলো আসছিলো কিনা তার সন্দেহ হয়।