
কক্সবাজার : জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় শনিবার (২৭জুলাই) দুপুরে কক্সবাজার সদর থানার পুলিশ কক্সবাজার শহর থেকে তাকে গ্রেফতার করে।
মো. আলমগীর মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ও মগনামা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য।
আরো পড়ুন : উন্নয়ন নস্যাৎ করতে বিএনপি-জামাত এ গুজব ছড়াচ্ছে
আরো পড়ুন : কোতোয়ালী থেকে ইয়াবাসহ গ্রেফতার ১
তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান বলেন, শুনেছি মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানি করতেন মো. আলমগীর। এবারও এক কিশোরীকে ধর্ষণ করিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে যান তিনি। সেই নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ওয়ারেন্ট থাকায় ইউপি সদস্য মো. আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।