সাড়ে ২৪ লাখ টাকার বিল বকেয়া, ১১ মামলা-সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম : ২৪ লাখ ৫৫ হাজার ৪৮৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নগরীর নিউমুরিং এলাকায় ১১টি মামলা এবং ১১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের (দক্ষিণ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দীনের নেতৃত্বে বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের বিক্রয় ও বিতরণ বিভাগ-নিউমুরিং এর আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসব পদক্ষেপ নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিক্রয় ও বিতরণ বিভাগ-নিউমুরিং এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আব্দুল কাদের গণির তত্ত্বাবধানে সহকারী প্রকৌশলী মোঃ শাহাদত হোসেন, শাখাওয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, সৈয়দ ফেরদাউস হোসাইনী, শান্তনু দাশ, গৌতম চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দীন অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং খেলাপী বিদ্যুৎ গ্রাহকের বকেয়া আদায়ের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-নিউমুরিং এর আওতাধীন ব্যারিস্টার কলেজ এলাকা, কলশী দীঘি রোড, আনন্দবাজার, বুদা গাজী মসজিদ ও  চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২৪ লাখ ৫৫ হাজার ৪৮৫ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ১১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন