ডেঙ্গু প্রতিরোধে খাগড়াছড়িতে সচেতনতামূলক কার্যক্রম

.

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ এবং দেশব্যাপী মশক নিধন পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” প্রতিপাদ্যে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন : সিইউজের সাবেক সভাপতি আতাউল হাকিম আর নেই
আরো পড়ুন : স্বাধীনতার ঘোষক জিয়া

র‌্যালি শেষে পৌর এলাকার বিভিন্ন নালা, নর্দমাসহ জমে থাকা বৃষ্টির পানিতে মশা নিধন ঔষধ ছিটানো হয়। পরে, পৌর সম্মেলন কক্ষে পৌর মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথ।

এসময়, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রওনক আলম, দুদকের রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাশার, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) খাগড়াছড়ি শাখার সভাপতি সুদর্শন দত্ত, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও দুপ্রকের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার এবং পৌরসভার সচিব পারভীন আক্তার খোন্দকারসহ সকল ওয়ার্ড কাউন্সিল ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে বাড়ির পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘুমানোর সময় মশারী টাঙ্গিয়ে ঘুমানোর অনুরোধ জানান বক্তারা।