আনোয়ারায় ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

বৃক্ষমেলার উদ্বোধনী শোভাযাত্রা।

‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এ মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসানুজ্জামান এতে স্বাগত বক্তব্য দেন। উপজেলা আদালত চত্বরে অনুষ্ঠিত এ মেলায় ১২টি স্টল অংশ নেয়। সর্বসাধারণের জন্য উম্মুক্ত এ মেলা আগামী শুক্রবার পর্যন্ত চলবে।

শেয়ার করুন