রোহিঙ্গা নারী নিয়ে উধাওকালে সাংবাদিক নামধারী যুবক আটক

আনোয়ার হোসেন

কক্সবাজার: রামুতে রোহিঙ্গা নারীকে নিয়ে পালানোর সময় এক যুবককে অভিযান চালিয়ে তাদের আটক করেন বি জি বি ৩৪ ব্যাটেলিয়ান।

সূত্র জানায়, বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় বড় মহেশখালী পশ্চিম সিপাহীর পাড়া এলাকার মৃত আবুল হোছেনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) উখিয়া থাইংখালি হাকিম পাড়া ৮নং ক্যাম্পের এস ব্লকের নুরুল ইসলামের মেয়ে রোহিঙ্গা নারী সোহাইদা আক্তারকে ( ১৮) নিয়ে গাড়িযোগে পালানোর সময় রামু মরিচ্যা চেক পোস্টে অভিযান চালিয়ে আটক করা হয়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসলে আনোয়ার হোসেনকে ১৫ দিনের সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে। আর রোহিঙ্গা নারীকে ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য বলা হয়।

বি জি বি ৩৪ ব্যাটেলিয়ানের নায়েব সুবেদার মো: রুহুল আমিন জানান, রোহিঙ্গা নারীকে নিয়ে পালানোর সময় তাদের দুজনকে আটক করা হয়। এ সময় আনোয়ার হোসেন নিজেকে সাংবাদিক পরিচয় দেন।

সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন জানান রোহিঙ্গা নারী সোহাইদা আক্তারকে আমি বিয়ে করেছি। তিনি নিজেকে ঢাকার অনলাইন পত্রিকা jn 24 news.com এবং Jatiya crim reporters society পত্রিকার সাংবাদিক দাবি করেন।