চলাচলের রাস্তার দাবী
রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙ্গালী হামলায় বাড়িঘর ভাংচুর, আটক ৪

রাঙ্গামাটি শহরে জনস্থাস্থ্য প্রকৌশলী এলাকায় চলাচলের রাস্তার দাবীতে পাহাড়ী-বাঙ্গালী হামলায় বাড়িঘর ভাংচুর করায় ৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন কবির (৩০), রসুল মিঞা (৩২), মোখতার হোসেন (৪৫) ও ইদ্রীচ (৩৫)।

এএসপি সার্কেল সাফিউল সরওয়ার বলেন,ভাংচুর ও হামলার অভিযোগে তাদের আটক করে থানায় নিয়ে যাচ্ছি দোষী হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, একদিন আগে পাহাড়ী-বাঙ্গালী উভয়ে মীমাংসা হয়েছে। বাঙ্গালীরা চলাচল করতে ৩ফুট রাস্তা খালি রেখে বাড়ি নিমার্ণে নির্দেশ দেন ওসি কোতয়ালী স্থানীয় জনপ্রতিনিধি । কিন্তু উপজাতীয় পরিবার ৩ফুট জায়গা না রেখে বাড়ি নিমার্ণ করতে গিয়ে ঘটনার সূত্রপাত হয় । এতে পাশবর্তীর নিমার্ণাধীন বাড়ির আর সিসি বীম ও টিনের ঘেরা ভাংচুর করেছে পাশাপাশি বাচ্ছুমনি চাকমার দালান বাড়ীর থাইগ্লাস পয়নিস্কাশনের পাইপ ভেঙ্গে দিয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে । উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । হামলার পর ডুবোচর পুরুষ শুন্য হলেও যে কোন মুহুর্তে আবারো অপ্রীতিকর ঘটনার আশংকা করছে এলাকাবাসী ।

এলাকার উপজাতীয়দের অভিভাবক জয়ন্তী চাকমা বলেন, আমরা কোন ধরণের আপোষ মীমাংসা চাই না। ২০১১-২০১২ সালের প্রশাসন কতৃক উচ্ছেদ আদেশ বহাল রাখার জোর দাবী জানাচ্ছি ।

৮নংওয়ার্ড কাউন্সিলর কালায়ণ চাকমা বলেন, যে জায়গাটা পানিতে ডুবানো থাকে সেখানে কি ভাবে রাস্তা দাবী করে আমার মাথায় আসে না । ডুবোচরে বাঙ্গালীরা নৌকা করে সারা বছর আসা-যাওয়া করে ।

জনস্বাস্থ্য প্রকৌশল (পাবলিক হেলথ)এলাকার পাহাড়ী-বাঙ্গালী উভয়ে সরকারী খাস জায়গায় বাড়ী ঘর নিমার্ণ করে বসবাস শুরু করেছে । ঐ এলাকায় ডুবোচর বসবাস করে বেশ কিছু বাঙ্গালী পরিবার। তাদের আবার ২০১১-২০১২ সালে পর পর দুই দফা উচ্ছেদের নোটিশ প্রদান করেন জেলা প্রশাসন । এ উচ্ছেদের নোটিশের প্রেক্ষিতে বাঙ্গালীরা সুপ্রীম কোর্ট থেকে রিটপিটিশন মূলে স্থগিত হয়ে যায় ।

শেয়ার করুন