রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শিরীণ আখতার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিরীণ আখতার।

চট্টগ্রাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

রোববার (৪ আগস্ট) বঙ্গভবনে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ফুলের শুভেচ্ছা জানান তিনি।

অধ্যাপক ড. শিরীণ আখতার উপাচার্যের রুটিন দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা-গবেষণার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া শিক্ষা-গবেষণার উন্নত পরিবেশ অব্যাহত রাখতে রাষ্ট্রপতির আন্তরিক সহযোগিতা কামনা করেন শিরীণ আখতার।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শিরীণ আখতারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার উন্নত পরিবেশের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিরীণ আখতারকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি শিক্ষা-গবেষণায় উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন আবদুল হামিদ।

শেয়ার করুন