টেকনাফে আত্মসমর্পনকারী ইয়াবা ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু

ইয়াবা কারবারী রাসেল

কক্সবাজার : টেকনাফের আত্মসমর্পনকারী ইয়াবাকারবারী রাসেল (২৮) চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মৃত ফজল আহমদের পুত্র আত্মসমর্পনকারী তালিকার ৭০ নং আসামী।

বুধবার (৭ আগস্ট) ভোররাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেল সুপার বজলুর রশিদ আখন্দ।

আরো পড়ুন : সীতাকুণ্ডের প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা
আরো পড়ুন : ডেঙ্গু থেকে রেহাই পেতে সচেনতার বিকল্প নেই : আফছারুল আমীন

তিনি জানান, গেলো ফেব্রুয়ারী মাসে ১০২ জন আলোচিত শীর্ষ ইয়াবা কারবারীদের সাথে আত্মসমর্পন করে তিনি কক্সবাজার কারাগারে ছিলেন। হঠাৎ গত ২ আগষ্ট তিনি স্ট্রোকে আক্রান্ত হলে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেল কোড অনুযায়ী তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষনে রেখে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে প্রেরন করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।

এদিকে নিহত রাসেলের মৃতদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।