ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার ঘোষনা পাকিস্তানের

.

কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে পাকিস্তান। নয়াদিল্লি থেকে ডেকে পাঠানো হচ্ছে পাক রাষ্ট্রদূতকেও।

বুধবার (৭ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানো এবং বাণিজ্যিক লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পরই হাই কমিশনার ফেরানোর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ভারতের নরেন্দ্র মোদীর সরকার কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশের বিশেষ সাংবিধানিক মর্যাদা রদ করে কেন্দ্রের শাসন জারির প্রতিক্রিয়ায় পাকিস্তান একে একে এসব পদক্ষেপ নিচ্ছে।

পাক-নিরাপত্তা কমিটির ওই বৈঠকেই ভারতীয় হাইকমিশনার অজয় বিসরাকে ভারতে ফেরত পাঠানো এবং নয়াদিল্লি থেকে পাক রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা।

শুধু তাই নয়, ভারতীয় বিমানের জন্য পাকিস্তান আকাশসীমা বন্ধ করবে এবং ভারতের নির্মম শাসন ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরতে সব কূটনৈতিক চ্যানেলকেও তৎপর রাখা হবে বলেও জানানো হয়েছে পাক-নিরাপত্তা কমিটির বৈঠক পরবর্তী এক বিবৃতিতে।

শেয়ার করুন