মালালার ডাক : কাশ্মীরিদের জন্য কিছু করুন

শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাই। ছবি: এনডিটিভি

চলমান অস্থিরতায় ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের বেসামরিক নাগরিকদের দুর্দশা লাঘবে কিছু করার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাই বলেছেন, ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরি, বিশেষত শিশু ও মহিলাদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) এক টুইট বার্তায় মালালা বলেন, ‘কাশ্মীরের মানুষ সহিংসতার মধ্যে বাস করছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে, এমনকি যখন আমার বাবা-মা ছোট ছিলেন তখন থেকেও। আমার দাদু-দিদা যখন অল্পবয়সি ছিলেন তখন থেকেও। সাত দশক ধরে হিংসার মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে কাশ্মীরি শিশুরা।’

আরো পড়ুন : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন : গুগলে কাশ্মীরি তরুণীদের বেশি খুঁজছে ভারতীয়রা

কাশ্মীরি শিশু ও মহিলাদের সুরক্ষা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে মালালা বলেন, ‘হিংসায় সবচেয়ে বিপন্ন কাশ্মীরি শিশু ও মহিলাদের জন্য আমি উদ্বিগ্ন। আমাদের এখনও এই সব কষ্ট পাওয়ার এবং একে-অপরকে আঘাত করার কোনও প্রয়োজনই নেই।’

কাশ্মীরে শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক মহলের কাছে আরজি জানিয়ে মালালা বলেছেন, ‘আশা করব, দুর্গতদের রক্ষা করতে ব্যবস্থা নেবে সকল দক্ষিণ এশীয় নাগরিক, আন্তর্জাতিক মহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে চুক্তিই হোক, সবার আগে মানবিক অধিকার রক্ষা, শিশু ও মহিলাদের নিরাপত্তা এবং শান্তির দিকে জোর দিতে হবে।’