‘তরুণ বিশ্বনেতা’র তালিকায় মালিহা এম কাদির

এম

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ঘোষিত ১০০ জন ‘তরুণ বিশ্ব নেতার’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মালিহা এম কাদির।

বুধবার (১৫ মার্চ) ফোরামের ওয়েবসাইটে ২০১৭ সালের তরুণ নেতাদের নাম ঘোষণা করা হয়। যাতে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে নাম আসে সহজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহার।

মালিহার সংক্ষিপ্ত পরিচিতিতে বলা হয়, “নারী ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা, যার স্টার্টআপ বাংলাদেশের পরিবহন খাতের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করেছে।”

এটা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ক্ষেত্রের এই তরুণদের সমাজ অগ্রযাত্রার পথে বাধা মোকাবেলা ভূমিকার স্বীকৃতি।

২০১৭ সালের তরুণ নেতাদের তালিকায় ৫৪ শতাংশ নারী এবং বেশিরভাগই উন্নয়নশীল দেশের বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, “এরা তাদের প্রজন্মের সর্বোত্তমদের প্রতিনিধিত্ব করেন। একইসঙ্গে তারা টেকসই সামাজিক আবিষ্কারের নতুন নতুন মডেলকেও এগিয়ে নিচ্ছেন।”

‘তরুণ বিশ্ব নেতা ফোরামের’ প্রধান জন ডাটনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা তাদেরকে নিজেদের যুগান্তকারী কাজ ও সমস্যা সমাধানে সৃজনশীল দৃষ্টিভঙ্গি; বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি এবং ব্যবসায়ী, সরকার ও সুশীল সমাজের সঙ্গে যোগাযোগের ক্ষেত্র তৈরির জন্য তরুণ বিশ্ব নেতা কমিউনিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি।”

শেয়ার করুন