মালয়েশিয়ায় ডেঙ্গুতে নিহত ১১৩, আক্রান্ত ৮০ হাজার

ফাইল ছবি

মালয়েশিয়ায় এ বছরের ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি। গেল বছর একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ছিলো ৭০ জন। শনিবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রয়টার্স।

মালয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, বছরের শুরু থেকে আগস্টের শুরু পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা ৮০ হাজার। যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।

আরো পড়ুন : সাগরে নিখোঁজ রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
আরো পড়ুন : ভাগ্যের চাকা ঘুরে গেলো চবির ছাত্র সুমিতের

এবার আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশ এরও বেশি ঘটনা নগর অঞ্চলে ঘটেছে বলে জানিয়েছে দেশটির হাসপাতাল সূত্র।

বিশ্বব্যাপী, ২০১৭-২০১৮ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছিলো। তবে ২০১৯ সালে বিশেষত অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং ভিয়েতনামে ডেঙ্গু তীব্রভাবে বেড়েছে।