চসিক মেয়রের তদারকি : কোরবানির বর্জ্য দিনেই অপসারণ

চসিক মেয়রের তদারকি দিনের বর্জ্য দিনেই অপসারণ

চট্টগ্রাম : ঈদুল আযহার এক দিনে ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মীর সহায়তায় ৩শ’ ট্রাকে প্রায় ৭ হাজার টন বর্জ্য অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দিনের ময়লা দিনে অপসারণে বদ্ধপরিকর মেয়র আ জ ম নাছির উদ্দিন বর্জ্য ব্যবস্থাপনার পুরো বিষয়টি মনিটরিং করেন। এছাড়া মহানগরীর ৪১টি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করে ৪ জন কাউন্সিলরও মেয়রের সাথে সমন্বয় করেন।

আরো পড়ুন : ডেঙ্গু জ্বরে আক্রান্ত ঢাবির আরো এক শিক্ষার্থীর মৃত্যু

এ প্রসঙ্গে মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কমিটি থাকা সত্যের প্রায় ৭০ লাখ নগরবাসীর প্রতি দায়িত্ববোধ থেকেই বর্জ্য ব্যবস্থাপনার পুরো বিষয়টি আমি নিজেই তদারকি করি। প্রধান সড়কে বিকাল ৫টার মধ্যে বর্জ্য অপসারণ করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, রাত ৮টার মধ্যে অলি-গলির বর্জ্যও শতভাগ অপসারণ করা হবে। এবার যেহেতু ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেজন্য আমরা বর্জ্য অপসারণ কার্যক্রমে আলাদা সতর্কতা অবলম্বন করেছি। নগরীর ৪১ টি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করে ৪জন কাউন্সিলরকে দায়িত্ব দিই। কোথাও যাতে বর্জ্য বা পানি জমে না থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মীর সহায়তায় প্রায় ৩শ’ ট্রাকে প্রায় ৭ হাজার টন বর্জ্য অপসারণের মতো একটি বড় কর্মযজ্ঞ সফলতার সাথে সম্পন্ন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

আরো পড়ুন : চলন্ত বাসে ‍গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, চালক-সহকারী গ্রেফতার

নগর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের সময় চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, সুদীপ বসাকসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরীর কোথাও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেলে তাৎক্ষনিকভাবে কন্ট্রোলরুমে ০৩১-৬৩০৭৩৯ , ০৩১ -৬৩৩৬৪৯ অথবা ০১৭১২২৫২৬১৫ , ০১৬৭৫২১৮৪৮৫ নম্বরে সংবাদ দেয়ার আহবান সিটি মেয়র।

শেয়ার করুন