জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের শোক র‌্যালি, আলোচনা সভা

জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালি

চট্টগ্রাম : স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কালো ব্যাজ ধারণ করে বর্ণাঢ্য শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন : মিরসরাই রূপসী ঝর্নায় পড়ে নিহত পর্যটকের মরদেহ উদ্ধার
আরো পড়ুন : মদপানে বিষক্রিয়ায় তিন যুবকের মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

র‌্যালিতে অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরেআলম মিনা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জহুর আহমদ চৌধুরী, ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজু, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আমিরুল কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আবু হাসান সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সাইফুল ইসলামসহ সরকারের বিভিন্নস্তরে কর্মরত পদস্থ কর্মকর্তা, জেলা পুলিশ, মেট্টোপলিটন পুলিশ, পিবিআই, রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিভাগীয়-জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, পাসপোর্ট অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির কর্মকর্তা, প্রশিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারী দপ্তর কর্মকর্তা-কর্মচারীগণ।

এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতার ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি-বাকলিয়া) সাবরিনা আফরিন মুস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাবউদ্দিন।

মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক আবুল মোমেন।

আলোচনা সভা শেষে আয়োজিত বঙ্গবন্ধু ভিত্তিক চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারসহ সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-ইতিহাসের উপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন